ইউনিটি চ্যারিটি অর্গানাইজেশন এর চিকিৎসা সহায়তা প্রজেক্ট এর আওতায় দীর্ঘদিন যাবত অসুস্থ থাকা পঙ্গবট গ্রামের ১৮ বছর বয়সী এক বোনকে সিলেট শহরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে।
ইতিমধ্যে কিছুদিন আগে আরেক ক্যান্সার আক্রান্ত রোগীকে কিছু আর্থিক সহায়তা করে এই সংগঠন।
আরও কিছুদিন আগে মসজিদে নামাজে গিয়ে চুরি হয়ে যাওয়া রিক্সা চালক ইসলাম উদ্দিনকে একটি নতুন অটোরিকশা প্রদান করেন এই সংগঠনের সদস্যরা।
সম্পূর্ণ নিজেদের মধ্য থেকে প্রজেক্ট এর মাধ্যমে সামর্থ্য অনুযায়ী অনুদান সংগ্রহ করে তারপর নিজ দায়িত্বে পৌছে দেন বিপদগ্রস্ত মানুষের হাতে।
মেলাও হাত,ফোটাও হাসি স্লোগানকে আকড়ে ধরে ইউনিটি চ্যারিটি অর্গানাইজেশনকে মানুষের মুখে স্বস্তির হাসি ফুটাতে বহুদূর পর্যন্ত এগিয়ে নিতে চান এই সংগঠনের সদস্যরা। 💙














