সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। অদ্য শনিবার (০৪ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাহিদা বেগম (২৩)।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সকালে রেজাউল করিম তার স্ত্রী সাহিদা বেগমের ওপর হামলা চালান। একপর্যায়ে নির্মমভাবে তাকে খুন করেন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা সাংবাদিকদের বলেন, “ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”এদিকে, একটি তরুণীর অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এ ধরনের জঘন্য ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
সংবাদ শিরোনাম ::
সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু*ন!
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- ৪৩৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ














