জকিগঞ্জ প্রতিনিধি:ওয়াসিম আকরাম
আসছে ৫ অক্টোবর ২০২৫, রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শহীদ জিয়া স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আসর। খেলা অনুষ্ঠিত হবে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।এবারের ফাইনাল খেলায় মুখোমুখি হবে দুই শক্তিশালী দল • বনতেরাপুর ফুটবল একাদশ• থানা বাজার ফুটবল একাদশপুরো জকিগঞ্জ উপজেলাজুড়ে ইতিমধ্যেই খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। কে হবে এবারের চ্যাম্পিয়ন— তা জানতে অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমাবে হাজারো দর্শক, এমনটাই আশা আয়োজকদের। স্থানীয় ক্রীড়াপ্রেমী মহল মনে করছে, এই ফাইনাল আসর হবে জকিগঞ্জের ইতিহাসের অন্যতম জমজমাট ফুটবল ম্যাচ।আয়োজক কমিটির পক্ষ থেকে খেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।টিকেট সংগ্রহঐতিহাসিক শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চেয়ারে বসে উপভোগ করতে এখনই টিকেট সংগ্রহ করুন। যোগাযোগের ঠিকানা:• রনি ইলেকট্রনিকস, জকিগঞ্জ বাজার• পারভেজ মোশাররফ পাবেল📱 মোবাইল: 01616438055শেষ বাঁশি বাজার আগেই পুরো উপজেলায় এখন একটাই প্রশ্ন— কে জিতবে শহীদ জিয়া স্মৃতি কাপ ২০২৫?

















