নিউজ প্রতিবেদন
সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার রুটে আইকনিক এক্সপ্রেস এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক জনতা টিভি নিউজ সিলেট:
সিলেট বিভাগের জনপ্রিয় দুটি রুট সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজারে প্রথমবারের মতো চালু হলো আইকনিক এক্সপ্রেস এসি বাস সার্ভিস। আগামীকাল বুধবার, ০১ অক্টোবর ২০২৫ তারিখে এই আধুনিক পরিবহন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।এই এসি বাস সার্ভিসটি পরিচালনা করবে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার বাস ও মিনিবাস যৌথ মালিক সমিতি। যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য নতুন এই বাস সার্ভিসে নিয়মিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।সময়সূচি (AC বাস সার্ভিস)🚌 সিলেট ⇄ জকিগঞ্জ রুটসিলেট → জকিগঞ্জ : সকাল ৭:৫০, ১০:৫০, দুপুর ২:০০, বিকাল ৪:২০, ৫:০০জকিগঞ্জ → সিলেট : সকাল ৭:৩০, ৮:৪০, ১১:৩০, দুপুর ২:২০, বিকাল ৫:০০🚌 সিলেট ⇄ বিয়ানীবাজার রুটসিলেট → বিয়ানীবাজার : সকাল ৭:৪৫, ১১:০০, দুপুর ২:০০, বিকাল ৩:৩০, সন্ধ্যা ৭:০০বিয়ানীবাজার → সিলেট : সকাল ৮:০০, ৯:০০, ১১:১০, দুপুর ২:০০, বিকাল ৫:০০ভাড়াপ্রতিটি রুটে যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা।যাত্রীদের জন্য যোগাযোগ নম্বরসিলেট বাস টার্মিনাল কাউন্টার : ০১৩৪৫-৬২৩৪৭০বান্দ (অভারব্রীজের নিচে) কাউন্টার : ০১৩৪৫-৬২৩৪৭১জকিগঞ্জ কাউন্টার : ০১৩৪৫-৬২৩৪৭২বিয়ানীবাজার কাউন্টার : ০১৩৪৫-৬২৬৫৯৭এই নতুন এসি বাস সার্ভিস চালুর মাধ্যমে দীর্ঘদিনের যাত্রীদের প্রত্যাশা পূরণ হলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যাত্রীদের আরামদায়ক ও উন্নত ভ্রমণ নিশ্চিত করতে আইকনিক এক্সপ্রেস সার্ভিস নিয়মিত চলাচল করবে।
















