সিলেটের জকিগঞ্জে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো প্রবাসীদের সংগঠন ইউনিটি চ্যারিটি অর্গানাইজেশন। চুরি যাওয়া রিকশার কারণে কর্মহীন হয়ে পড়া ইসলাম উদ্দিনকে নতুন রিকশা উপহার দিলো সংগঠনটি।জানা গেছে, গত ১১ আগস্ট এশার নামাজের সময় দুর্বৃত্তরা ইসলাম উদ্দিনের জীবিকার একমাত্র ভরসা রিকশাটি চুরি করে নিয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন তিনি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের সংগঠন “ইউনিটি চ্যারিটি অর্গানাইজেশন” এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে।অবশেষে আজ ২১ আগস্ট নতুন রিকশা হস্তান্তর করা হয় ইসলাম উদ্দিনের হাতে। রিকশার প্রথম যাত্রী হওয়ার সম্মান অর্জন করেন জকিগঞ্জের প্রখ্যাত আলেম মুফতি আবুল হাসান জকিগঞ্জী।এ সময় উপস্থিত স্থানীয়রা ইউনিটি চ্যারিটি অর্গানাইজেশনের এ উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন না, বরং এভাবেই মানবিক সহায়তায় এগিয়ে আসছেন, যা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।উল্লেখ্য, ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। নতুন রিকশা পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্য ও প্রবাসীদের জন্য দোয়া করেন।
সংবাদ শিরোনাম ::
ইউনিটি চ্যারিটি অর্গানাইজেশনের দানকৃত রিকশার প্রথম যাত্রী মুফতি আবুল হাসান জকিগঞ্জী
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- ২৫৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


















