শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর।জনতা টিভি নিউজমাদ্রাসা থেকে যাত্রা শুরু, আর শেষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গড়া—এমন ব্যতিক্রমী সাফল্যের গল্প রচনা করেছেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগ থেকে তিনি ৩.৮৪ সিজিপিএ অর্জন করে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ এবং ‘With Distinction’ এর স্বীকৃতি লাভ করেন। এটাই বিভাগটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সিজিপিএ।প্রচলিত ধারার বাইরে থেকেও অসাধারণ সাফল্য—এটাই মাসরুরের শিক্ষাজীবনের অনন্য দিক। কওমি মাদরাসা শিক্ষা শেষ করে তিনি ভারতের ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। একইসাথে বাংলাদেশের স্বীকৃত সরকারি মাদরাসাগুলো থেকেও ধারাবাহিকভাবে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।২০১৩ সালে চাপঘাট রহিমপুর সুন্নী মাদরাসা থেকে জেডিসি ও ২০১৬ সালে দাখিল পরীক্ষায় জকিগঞ্জে একমাত্র A+ পাওয়ার রেকর্ড তাঁর ঝুলিতে যুক্ত হয়। এরপর গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে আলিম সম্পন্ন করে ২০১৯ সালে ভর্তি হন শাবিপ্রবিতে।বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে কৃতিত্বের পাশাপাশি মাসরুর আন্তর্জাতিক পরিমণ্ডলেও রেখেছেন নিজের অবস্থান। জাতিসংঘ ইয়ুথ ফোরামসহ চারবার যুক্তরাষ্ট্র সফর করে তিনি তিনটি আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, যার মধ্যে দুটি ছিল ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম।গবেষণার ক্ষেত্রেও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। ইতোমধ্যে তাঁর দুটি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি সংগঠন পরিচালনায়ও সক্রিয়। তিনি ‘জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট (ZSO)’-এর সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ ও পুসাজে (PUSAZ) গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।নিজের অনুভূতি প্রকাশ করে মাসরুর বলেন,“এই অর্জন আমার জন্য গর্বের। শাবিপ্রবির ইতিহাসে নাম লেখাতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছে আছে, যেন সমাজ, দেশ ও এলাকার জন্য আরো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।”তিনি জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের ক্বারী মাওলানা সামছুল ইসলামের বড় সন্তান। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে পরিবার, শিক্ষক, ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বইছে।
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর।
-
জনতা টিভি
- আপডেট সময় : ১০:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ৩৭৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

















