ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!বারহাল কোনাগ্রামে অভিযান, নেতৃত্বে এসআই মুর্শেদ ও এএসআই রমজান আলী সংস্কারের অভাবে সরকারের এক্সিট ও নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে উঠতে পারে: আখতার হোসেন সিলেট বিভাগের টপ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসাবে স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন জকিগঞ্জের দুই তরুণ—জসিম ও মারজান ২০২৫-২০২৬ সনের উন্মুক্ত মাঠে সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন ড. মিজানুর রহমান আজহারী ভিসা যাচাইয়ে নতুন কঠোরতা: হৃদরোগ থাকলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রগমন সাপে কামড় দিলে কৃষকের পাল্টা কামড়! বেঁচে গিয়ে বললেন— “আমি ভাগ্যবান, কিন্তু এটা খুবই বোকামি ছিল” সিলেট-৫ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান মাসরুর নিয়ে জোর আলোচনা নিবন্ধন পেল তিন রাজনৈতিক দল সিলেট: জকিগঞ্জে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগ, পাষণ্ড বাবা কারাগারে জকিগঞ্জে দুর্ধর্ষ চুরি: লক্ষাধিক টাকার মালামাল লুট, এলাকায় চরম আতঙ্ক

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ

  • আপডেট সময় : ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আমাদের মধ্যে অনেকেই শীতকালে সর্দি-কাশিসহ নানা রোগে ভোগে থাকেন। যে সব ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই এ সময়ে বেশি আক্রান্ত হন। ঘন ঘন সর্দি-কাশি হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এই সমস্যা এড়াতে হলে শীতে চুমুক দিন তুলসির মিশ্রণে। এই আয়ুর্বেদিক পানীয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। শীতকালে তুলসির মিশ্রণ খেলে কী-কী উপকারিতা মেলে,

চলুন জেনে নিই—

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার উপকারিতা

১) শীতকালে সর্দি-কাশির হাত থেকে বাঁচতে সাহায্য করে তুলসি পাতার রস। এই পানীয় ইমিউনিটি বৃদ্ধি করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। পাশাপাশি তুলসির রস শারীরিক প্রদাহ কমায়। শারীরিক ব্যথা-যন্ত্রণা কমাতে সাহায্য করে এই পানীয়।

২) নাক বন্ধ, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশির মতো সমস্যা দূর করতে তুলসির কাড়া দুর্দান্ত কাজ দেয়। বুকে জমে থাকা শ্লেষ্মা পরিষ্কার করে দেয় তুলসির রস।

৩) সর্দি-কাশির হাত থেকে শরীরকে বাঁচানোর পাশাপাশি হজমজনিত সমস্যাও দূর করে তুলসি পাতার রস। শীতকালে ভারি খাবার খাওয়ার পর তুলসির কাড়া খেলে হজমের গোলমাল থেকে রেহাই মেলে। পাশাপাশি তুলসির কাড়া খেলে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। এতে যেমন রোগের ঝুঁকি কমে, তেমনই ত্বকের জেল্লা বাড়ে। ত্বকের সমস্যা কমে তুলসির কাড়ার গুণে।

বাড়িতে যেভাবে তুলসির রস বানাবেন-

১০-১২টি তুলসির পাতা, ১ টুকরো আদা, ২-৩ গোলমরিচ, ১-২ লবঙ্গ, ১ চামচ মধু ও এক চিমটে হলুদ নিন। গরম পানি বসান। এতে তুলসির পাতা, আদা, গোলমরিচ, হলুদ, লবঙ্গ সব একসঙ্গে ফুটিয়ে নিন। আদা থেঁতো করে দেবেন। কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এ বার এই কাড়ায় মধু মিশিয়ে পান করুন। গরম গরম তুলসির কাড়া খান। এতে আরাম বেশি পাবেন। দিনে ২-৩ বার এই তুলসির মিশ্রণ খেলে শীতকালে রোগমুক্ত জীবন কাটাতে পারবেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক!বারহাল কোনাগ্রামে অভিযান, নেতৃত্বে এসআই মুর্শেদ ও এএসআই রমজান আলী

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ

আপডেট সময় : ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

আমাদের মধ্যে অনেকেই শীতকালে সর্দি-কাশিসহ নানা রোগে ভোগে থাকেন। যে সব ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই এ সময়ে বেশি আক্রান্ত হন। ঘন ঘন সর্দি-কাশি হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এই সমস্যা এড়াতে হলে শীতে চুমুক দিন তুলসির মিশ্রণে। এই আয়ুর্বেদিক পানীয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। শীতকালে তুলসির মিশ্রণ খেলে কী-কী উপকারিতা মেলে,

চলুন জেনে নিই—

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার উপকারিতা

১) শীতকালে সর্দি-কাশির হাত থেকে বাঁচতে সাহায্য করে তুলসি পাতার রস। এই পানীয় ইমিউনিটি বৃদ্ধি করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। পাশাপাশি তুলসির রস শারীরিক প্রদাহ কমায়। শারীরিক ব্যথা-যন্ত্রণা কমাতে সাহায্য করে এই পানীয়।

২) নাক বন্ধ, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশির মতো সমস্যা দূর করতে তুলসির কাড়া দুর্দান্ত কাজ দেয়। বুকে জমে থাকা শ্লেষ্মা পরিষ্কার করে দেয় তুলসির রস।

৩) সর্দি-কাশির হাত থেকে শরীরকে বাঁচানোর পাশাপাশি হজমজনিত সমস্যাও দূর করে তুলসি পাতার রস। শীতকালে ভারি খাবার খাওয়ার পর তুলসির কাড়া খেলে হজমের গোলমাল থেকে রেহাই মেলে। পাশাপাশি তুলসির কাড়া খেলে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। এতে যেমন রোগের ঝুঁকি কমে, তেমনই ত্বকের জেল্লা বাড়ে। ত্বকের সমস্যা কমে তুলসির কাড়ার গুণে।

বাড়িতে যেভাবে তুলসির রস বানাবেন-

১০-১২টি তুলসির পাতা, ১ টুকরো আদা, ২-৩ গোলমরিচ, ১-২ লবঙ্গ, ১ চামচ মধু ও এক চিমটে হলুদ নিন। গরম পানি বসান। এতে তুলসির পাতা, আদা, গোলমরিচ, হলুদ, লবঙ্গ সব একসঙ্গে ফুটিয়ে নিন। আদা থেঁতো করে দেবেন। কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এ বার এই কাড়ায় মধু মিশিয়ে পান করুন। গরম গরম তুলসির কাড়া খান। এতে আরাম বেশি পাবেন। দিনে ২-৩ বার এই তুলসির মিশ্রণ খেলে শীতকালে রোগমুক্ত জীবন কাটাতে পারবেন।

কেকে